এম.এইচ মুরাদঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজুদ্দিন বাজার এলাকায় চুরি সন্দেহের জের ধরে দোকানের কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকের ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের পানবাজারের ভেতরে আরাফাত স্টোর নামে একটি দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
নিহত মো. রমজান আলী রাসেল (২২) নগরীর আইস ফ্যাক্টরি রোডের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।
আটককৃতরা হলেন, দোকান মালিকের ছোট ভাই মো. আরমান (২৮) ও কর্মচারী মো. ইউনুস (৩৫)।
পুলিশ জানায়, গুঁড়ো দুধসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান আরাফাত স্টোরের খালাসি শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। সোমবার দোকানে পণ্যের মজুদের হিসাব করলে গুঁড়ো দুধের কার্টন কম পাওয়া যায়।
দুপুরে রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গুদামে সালিশ ডাকা হয়। সেখানে রাসেলের বাবা-মাকেও ডেকে নেয়া হয়। এক পর্যায়ে রাসেলকে লাঠি দিয়ে বেদমভাবে মারধর করা হলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সংবাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় দোকান মালিকের ভাই আরমান ও কর্মচারী ইউনুসকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।