স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরীর বায়োজিদ লিংক রোডের মুখে বাইকস্পা ওয়াস সেন্টার নামক একটি বাইক ওয়াস সেন্টার উদ্ভোদন করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) ফিতা কেটে শাহরিয়ার আহম্মেদ ও কেক কেটে শুভ উদ্বোধন করেন কবি ও শিশুসাহিত্যিক তানভীর হাসান বিপ্লব।
এই সময় বাইকস্পা নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল ইসলাম সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এফ আই ও ইয়ামাহা রাইডার্স ক্লাব সহ চট্টগ্রামের সকল বাইক ক্লাবের মেম্বার দের জন্য বিশেষ ডিসকাউন্ট সহ সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে এই সেন্টারে। এখানে সব ধরনের বাইকের জন্য ফোম ওয়াশ, সার্ভিসিং, বাইকের পার্টস সহ নানান সুযোগ-সুবিধা রয়েছে। আপনারা নিশ্চিন্তে আপনাদের বাইক নিয়ে চলে আসবেন। আশা করি আমাদের এখানে সর্বোচ্চ সেবা পাবেন।’
এ সময় উপস্থিত ছিলেন মি: মোকাদ্দেস আহমেদ, মি: আসিফ আহমেদ, মোহাম্মদ সেলিম, মি: আজিজুর রহমান সোহাগ, মি: রায়হান, ডাক্তার শামীম ইফতেখার, মি: নাহিদ, মি: আরিফুল হাসান, মি: আরমান হোসেন, মি: আব্বাস খান, মি: ফাহাদ, মি: মাসুম সাইফ, মি: সাইফ মাহমুদ সুমন, মি: চৌধুরী রেজাউল ইসলাম, মি: হাওলাদার নাঈম, শেখ সাখাওয়াত হোসেন, মি: সোহাগ, মি: সুচরিত চক্রবর্তী, মি: মুক্তার আলম, মি: রহমান জাফর, মিঃ মান্নান রানা, মি: তানভীরুল ইসলাম, মোহাম্মদ আশরাফ, মোস্তাফিজুর রহমান, মি: আশরাফুল হোসেন সাব্বির, মি: মেক আজাদ, মি: আরেফিন সাব্বির, মি: ফয়সাল বিন লতিফ, মি: সুজিত পাল, মি: সাদ্দাম শাকিব, মি: সারোয়ার হোসেন, মি: মামুন রাসেল, মি: আদনান হায়দার, মি: ইমরুল হাসান তপু, মি: সাইফুল ইসলাম রাফি, মি: রাফি আল নেওয়াজ, মোঃ শাকিল, মি: নায়েব সাহা, মি: আরিফ, ইয়ামাহা রাইডার্স ক্লাব, এফ আই ক্লাব সহ চট্টগ্রামের বিভিন্ন বাইকার গ্রুপের এর সদস্যগণ।যে