স্টাফ রিপোর্টারঃ
নগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনার মূল হোতা মুহম্মদ রনিকে (২৬) গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পাহাড়তলী থানা এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমা বলেন, ২ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল আলী নগর চার দেয়াল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রেপ্তার রনি ছুরিকাঘাতে নূর উদ্দিন মানিক নামের একজনকে গুরুতর আহত করেন। ঘটনার পর মামলা হয়। অভিযুক্ত রনিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে।