স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পাহাড়তলীতে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কায়সার নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানার পাশেই এই ঘটনা ঘটে।
নিহত কায়সার রেলওয়ের সাবেক কর্মচারী জমির আহমদের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
নিহতের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে সৎ ভাই-বোনের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এটি নিয়ে কয়েকবার বৈঠক হয়েছিল। বিষয়টি সমাধান না হওয়ায় নামধারী যুবলীগ নেতা ও কিশোরগ্যাং লিডার সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। গত ২৭ মার্চও সে আমাদের অপর ভাই মাইনুদ্দিন উজ্জলকে ছুরিকাঘাত করেছিল। আজও সে ৭-৮ জনকে নিয়ে আমার ভাইকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে। শুধু গলায় নয়, আমার ভাইয়ের পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। সাজ্জাদের ফাঁসি চাই।
এদিকে ঘটনার পর পাহাড়তলী থানা পুলিশ তাৎক্ষণিক ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিন্ত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইমাম হোসেন। তিনি বলেন, পারিবারিক জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। হত্যাকাণ্ডে পরপরই বড় পরিবারের ৩ ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।