স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরের চকবাজার ডিসি রোডের মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চন্দনপুরা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.শহীদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে ধারণার করা হচ্ছে তবে এসময় আনুমানিক ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।