স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের চকবাজারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ (২২) নামে এক ওয়াইফাই ক্যাবল অপারেটর খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে চকবাজার থানার মৌসুমীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সৌরভ খান সোহাগ ডিসি রোড এলাকার হারুনর রশীদের ছেলে।
আটকরা হলেন, নাম সাকিব ও শফিক। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তারা সম্পর্কে পিতা পূত্র।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সাকিব ও শফিক নামের দুজন মিলে সৌরভকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনায় দুজনকে আটক করেছে জানিয়ে ওসি বলেন, ‘ছুরিকাঘাতে সৌরভ খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এখন।’