আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘরবাজার যেন মেয়াদোত্তীর্ণ পণ্যের ভাণ্ডার। কোমল পানীয়, ভোজ্য তেল, বিস্কিট কোনটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর, কোনটির একবছর আবার কোনটির ৬ মাস আগে। এমনকি দামে বেশি ওজনে কমসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) বিকালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়র মেয়াদ শেষ হওয়ার পর তারা সেগুলো বিক্রি করছে। এছাড়া ভোজ্য তেল, বিস্কিটসহ বিভিন্ন পণ্যের মেয়াদ আগেই শেষ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারায় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়।