স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কা লেগে রেশমি আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া নিশ্চিত এ বিষয়টি নিশ্চিত করেন। নিহত রেশমি আক্তার পতেঙ্গা এলাকার মো. শাহানু মিয়ার মেয়ে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া জানান, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’