স্টাফ রিপোর্টারঃ
নগরে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে ‘বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক প্রচারাভিযান’ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আনুষ্ঠানিক এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
নগরে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে ‘বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক প্রচারাভিযান’ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আনুষ্ঠানিক এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় চসিক কাউন্সিলর মোরশেদ আলম, হাসান মুরাদ বিপ্লব, চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
চসিক সূত্রে জানা গেছে, বুধবার থেকে প্রতিটি ওয়ার্ডে সকালে নালায় লার্ভিসাইড ওষুধ ছিটানো হবে।
বিকেল ৫টার পর থেকে ফগার মেশিন দিয়ে এডাল্টিসাইড ওষুধ ছিটানো হবে।