স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম কারাগারের মো. শফি (৪৫) নামে এক কয়েদি (কয়েদি নাম্বার ৬২৬৩-৩) অসুস্থতা জনিত কারণে মারা গেছেন। তিনি ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটি এলাকার নবীদুর রহমানের বাড়ির আলী আহমেদ সওদাগরের ছেলে। মো: শফি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া জানান, বনবিভাগের মামলায় মো. শফি ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি। অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।