এম.এইচ মুরাদঃ
সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের সাথে পাঞ্জা লড়ছে। তার ব্যতিক্রম নয় বাংলাদেশ তথা চট্টগ্রামও। এখন যে যার অবস্থান থেকে যেভাবে পারছে মানবসেবায় এগিয়ে এসেছে। মুষ্টিমেয় কয়েকজন অসাধু জনপ্রতিনিধি ছাড়া প্রায় সব জনপ্রতিনিধিরা এখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা এখন ব্যস্ত সময় পার করছেন মানুষের দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব করে অসহায়দের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবদুল কাদের করোনা সংকটের প্রথম থেকেই অর্থাৎ মধ্য মার্চ মাস থেকে তার ওয়ার্ডের অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে থেকে নিজস্ব অর্থায়নে এবং সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। এবার তিনি অসহায় মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন।
১৪ই মে বৃহস্পতিবার বিকাল তিনটায় আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাসির উদ্দীন। সভাপতিত্ব করেন ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবদুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, কোনো বৈশ্বিক মহাবিপর্যয় সরকার বা সিটি কর্পোরেশনের একার পক্ষে শতভাগ মোকাবেলা নিশ্চিত করা সম্ভব নয়। এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক শক্তি ও বিত্তবান শ্রেনীর সক্ষম ব্যক্তিদের নিবেদিত হতে হবে। তাহলেই সমবেত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা সম্ভব হবে। আর একসাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করে আমরা আবার আগের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায় থেকে প্রদত্ত ত্রাণ যেন প্রকৃত উপকারভোগী মানুষের ঘরে ঘরে পৌছে যায় সেই দায়িত্ব আমাদেরকে অব্যশই পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন ত্রাণ সামগ্রী পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই কারো অভুক্ত থাকার কোনো কারণ নেই। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে কোন নয়-ছয় বর্দাস্ত করা হবে না। যারা ত্রাণ সামগ্রী নিয়ে জোরচুরি করবে তাদের পরিচয় যা-ই হোক না কেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
তিনি ব্যক্তিগত তহবিল থেকে কয়েক শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদানের জন্য কাউন্সিলর মোঃ আবদুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যার যার সামর্থানুযায়ী ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকলে কেউ অভুক্ত থাকবেন না। তাই মনে রাখতে হবে একজন প্রতিবেশি যদি অভুক্ত থাকে তাহলে আমাদের রোজা এবাদত ও প্রার্থনা কখনো আল্লাহ কবুল করবেন না।
এ সময় সভাপতির বক্তব্যে কাউন্সিলর আবদুল কাদের বলেন, করোনা দূর্যোগের শুরু থেকে আমি আমার ওয়ার্ডের অসহায়, কর্মহীন মানুষের পাশে থেকে তাদের মাঝে কয়েক ভাগে সরকারি ত্রাণ সামগ্রী এবং আমার নিজের তরফ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমার নিজস্ব অর্থায়নে ২৮নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডের কয়েকশত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি। আমার আশা আছে করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগও এই সহযোগীতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে চট্টগ্রাম মহানগর এবং ২৮নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , কাউন্সিলর কাদের সম্পূর্ণ নিজের অর্থায়নে ইতিমধ্যে প্রায় ২০০০ পরিবারকে এাণ সামগ্রী ২৮নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড এলাকার সাধারণ জনগণের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি নিজস্ব অর্থায়নে আরও খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন বলে জানা গেছে।
এছাড়াও তিনি সরকারীভাবে ১০ ভাগে যথাক্রমে ৪৮৮ ব্যাগ, ৩৮৫ব্যাগ, ৩৮৪ব্যাগ, ৭২৭ব্যাগ, ১০৯১ব্যাগ, ১৮২ব্যাগ, ৭২৭ ব্যাগ, ৩৬৪ব্যাগ, ৩৬৪ব্যাগ করে মোট ৩৯৮৫ব্যাগ ত্রাণ সামগ্রী ৩৯৮৫ অসহায় দুস্থ, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিতরণ করেন।