বাংলাদেশ, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীরা আতঙ্কে- চলতি মাসেই দেশে ফিরেছে ২ হাজারেরও বেশী বাংলাদেশি শ্রমিক


প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০১৯ ৪:৩৪ : পূর্বাহ্ণ

নিউজ-ডেস্ক:

চলমান সৌদি সরকারের পুলিশি অভিযান অব্যাহত থাকায়, আবারো দেশে ফিরলেন ১২৫ বাংলাদেশি। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মাসেই দেশে ফিরেছেন, দুই হাজার ৬১৫ বাংলাদেশি শ্রমিক।

শুক্রবার রাতে সৌদি এয়ারলাইন্সের দু’টি ফ্লাইটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। ফিরে আসা অধিকাংশ কর্মীদের অভিযোগ, আকামা তৈরীর জন্য কফিলকে প্রয়োজনীয় টাকা প্রদান করা হলেও, কফিল আকামা তৈরি করে দেয়নি।

এ অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সাথে যোগাযোগ করলেও, গ্রেপ্তারকৃত কর্মীর দায়-দায়িত্ব না নিয়ে, প্রশাসনকে বলে ক্রুশ দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছেন।

ট্যাগ :