স্টাফ রিপোর্টারঃ
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ২৬৪ জন বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
তথ্য অনুযায়ী, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৯১৯ জন। হতাহতদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে।
ওএইচসিএইচআর জানিয়েছে, অধিকাংশ বেসামরিক মানুষ হতাহত হয়েছে বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে। এসবের মধ্যে রয়েছে ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। দুই পক্ষের লড়াইয়ে বহু মানুষ হতাহতের পাশপাশি ইউক্রেন ছেড়েছে প্রায় ৫০ লাখ মানুষ।