আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার ইদলিবে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। হামলায় ১৩ সিরীয় সেনা নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় রোববার সিরিয়ার দু’টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। গত সপ্তাহ থেকেই ইদলিবে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সে সময় একটি বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৩৩ তুর্কি সেনা নিহত হয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরীয় সেনাবাহিনীর একটি গাড়িবহর এবং একটি সেনা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে।
এদিকে, সিরীয় যুদ্ধে দীর্ঘদিন ধরেই দেশটির সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। তুরস্কের ক্রমাগত হামলায় ক্ষুব্ধ রাশিয়া সতর্ক করে বলেছে, সিরিয়ার আকাশপথে তুর্কি বিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না তারা।
এদিকে, সিরীয় সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে, তারা তিনটি তুর্কি ড্রোন ভূপাতিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটি তাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কোনো বিমান এই নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করার হুমকি দেয়া হয়েছে।