নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে নিউ ইয়র্ক স্টেটে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। মার্চের শেষের দিক থেকে এ পর্যন্ত একদিনে এই মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কোমো শনিবার এ কথা বলেন।
প্রতিদিনের টেলিভাইস ব্রিফিংয়ে কোমো বলেন, এটি একটি ভালো খবর। হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশন এবং নতুন সংক্রমণ সবগুলোই কমেছে।
মৃত্যুর সংখ্যা ১০০’এর নিচে নেমে আসার অপেক্ষা করছিলাম উল্লেখ করে কোমো বলেন, ৮৪ টি পরিবারের জন্য এটি কোন ভালো খবর নয়, এটি বেদনাদায়ক। কিন্ত প্রকৃত অগ্রগতি বোঝার জন্য এটি একটি ইঙ্গিত।
গত ২৪ মার্চের পরে ২৪ ঘন্টায় মৃত্যুর এই সংখ্যা সর্বনিম্ন। এপ্রিলের শুরুর দিকে এই সংখ্যা ছিল ৮০০, পরে এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যায়।
ভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় স্টেটের বিভিন্ন অংশে লকডাউনের কড়াকড়ি শিথিল করা হয়েছে।