মোঃ রবিউল হোসেন (সম্রাট):
১৬ ফেব্রুয়ারি রোববার লাকেম্বায় হয়ে গেলো চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান৷ স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে মেজবানের আনুষ্ঠানিকতা শুরু হয়৷ বেলা বাড়ার সাথে সাথে ভোজন রসিক মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেজবানের ভেন্যু৷ আমন্ত্রিত অতিথিরা নিজ নিজ আসনে বসে যান৷ এর মধ্যে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মিঠু৷ আমন্ত্রিত অতিথিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন৷ মেজবান শেষে অতিথিদের খাবারের প্রসংশা করতে শোনা যায়৷ মেজবানের এই আয়োজনে উপস্থিত ছিলেন, শ্যাডো মিনিস্টার ও এমপি টনি বার্ক, কাউন্সিল মোহাম্মাদ জামান,কাউন্সিলর নাজমুল হুদা, কবি খালেক প্রমুখ ব্যাক্তিবর্গ৷
অনুষ্ঠানে বাংলাদেশ কম্যুনিটির সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়৷ এছাড়া অন্যতম আকর্ষণ ছিলো ফেসবুক সেলিব্রিটি আলী রাশেদ এর উপস্থিতি৷ মেজবানে আয়োজক গ্লোবাল বিজনেস ও কালচারাল এসোসিয়েশনের পাশাপাশি সহযোগী হিসেবে ছিলো ,স্বাধীন কন্ঠ, ইএসআই গ্লোবাল, সোলার ওয়ার্ল্ড,অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল ও সিডনি প্রেস এন্ড মিডিয়া ক্লাব৷