বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ আর হাতে সময় নেই


প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৩ ১২:৩৩ : অপরাহ্ণ

আজ আর হাতে সময় নেই
মাঈন উদ্দীন রুবেল 

আজ আর হাতে সময় নেই
জীবনের এই পর্যায়ে এসেও
পারিনি নিজেকে মেলে ধরতে,
পারিনি যোগ্য আসনে নিজেকে বসাতে
পেরেছি শুধু কষ্টের গ্লানি
চোখ বুঝে মুছে থাকতে।

এখন আর সেই সময়টুকু নেই
সোনালী সময়টুকু মান আর অভিমানে,
কখনো নিরবে কাঁদিয়ে চলে যায়।
পারিনি সেই সুবর্ণ কালে
নিজেকে ধরা দিতে,
সে ব্যথা-যন্ত্রণার আগুনে হৃদয় জ্বলে যায়।

কখনো পরিবেশের যাতাকলে হয়েছি পিষ্ট
কখনও পরিবার পরিস্থিতিতে হয়েছি রোগাক্রান্ত, নিকৃষ্ট।
এই বাঁধা, সেই বাঁধায় হয়েছি ব্যর্থ
উপলব্ধি করেছি বারেবারে দুঃখ
শুনেছি ব্যর্থতা ও সফলতার গল্প।
স্বল্প জীবনে কি আর হবো এমন?
স্বপ্নগুলো ভেঙ্গে তছনছ হয়েছে তেমন
তাই পারিনি লিখতে সফলতার অল্প-গল্প।

চারিদিকে কুয়াশায় ঘেরা
হয় না দিক বেদিক ছুটে চলা,
বিদায়ী ঘন্টা যেখানে বেজে যায়,
উঠে দাঁড়ানো সেখানে শেষ হয়ে যায়।
অসময়ের ফোঁড়ে মূল্য নেই
আজ আর হাতে সময় নেই।

ট্যাগ :