আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে এখন থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন বিদেশি পবিত্র ওমরাহ পালনকারীরা।
শুধু তাই নয় মক্কা-মদিনাসহ দেশটির যে কোনো শহরে বাধাহীনভাবে তারা ভ্রমণ করতে পারবেন। এতে তাদের কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না।
আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সরকারের অনুমোদিত যে কোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে। ’
দেশটির অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকার দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে চাইছে। সোমবারের এই ঘোষণার প্রধান কারণ এটাই।