ফেনী প্রতিনিধি:
ফেনীতে সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণ করা হয়েছে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মদ’ নামের দৃষ্টিনন্দন ফলক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় পৌরসভার অর্থায়নে এটি নির্মাণ করা হয়।
সূত্র জানায়, মহান আল্লাহ তায়ালা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে ১৪ ফুট উচ্চতার একটি ফলক নির্মাণের উদ্যোগ নেয় ফেনী পৌরসভা। এটি নির্মাণের দায়িত্ব পান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম। ফলকে ওপরে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। এটি নির্মাণ করতে ১০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা যায়।
দৃষ্টিনন্দন ফলকটি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন। নির্মিত আল্লাহ ও রাসুলের নাম সম্বলিত ফলকটি এলাকার সৌন্দর্যবর্ধন করায় খুশি সেখানকার মানুষ।