স্টাফ রিপোর্টারঃ
শ্রমিকদের বেতন দিতে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক
কোরবানির ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার ও মঙ্গলবারও শিল্প সংশ্লিষ্ট সব তফসিলি ব্যাংকর শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্তে একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, আগামী ১৭ ও ২০ জুলাই (শনিবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে এসময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
তাছাড়া লকডাউন শিথিল হওয়ায় আগামী ১৫, ১৮ ও ১৯ জুলাই (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
তবে ঈদের পর আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারো জারি হবে কঠোর লকডাউন। এসময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।