স্টাফ রিপোর্টারঃ
গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ। ম্যাগানটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।
চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে। চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৩ হাজার ৫০৮ ডলারে।
ফাইন্যান্স ম্যাগাজিন ধনী দেশের যে তালিকা করেছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ হিসেবে স্থান পেয়েছে।