বাংলাদেশ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংকে কর্মরত সবার জন্য ঈদের ছুটি বাতিল ঘোষণা


প্রকাশের সময় :৫ মে, ২০২১ ১১:৫৯ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

বুধবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এই প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) থেকে ব্যাংকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

এর আগে গত ১৫ এপ্রিল থেকে ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

ট্যাগ :