আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে জান্তা বাহিনীর গুলিতে একদিনেই নিহত হয়েছে ১১৪ জন।
তারবিহীন ইন্টারনেট বন্ধ করার জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুলোকে (আইএসপি) নির্দেশ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার।
দেশটির টেলিকমিউনিকেশন কোম্পানি ওউরেদোর বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
কোম্পানিটি বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছে, ‘শুক্রবার থেকে শুধু ফাইবার (অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেওয়া ইন্টারনেট) লাইন কাজ করবে। সম্প্রতি আমরা কর্তৃপক্ষের (সামরিক জান্তা সরকার) কাছ থেকে এমন নির্দেশনা পেয়েছি।’
মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করার পর থেকে বারবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে। এবার তারবিহীন ইন্টারনেট বন্ধ করা হলো। আর দেশটিতে অপটিকাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।
তবে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভরত মানুষজন আজ শুক্রবার থেকে ইন্টারনেটের ওপর সামরিক জান্তার দেওয়া নতুন বিধিনিষেধের মধ্যেই সংগঠিত হওয়ার উপায় খোঁজার চেষ্টা করছে। তাদের পক্ষ থেকে ‘গেরিলা আঘাতের’ ডাক এসেছে।