স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
নগরীর আকবর শাহ এলাকায় নিজ বাসায় আজ শুক্রবার (২ এপ্রিল) জুম্মার নামজের পর এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত একাত্তর বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নগরীর খুলশী থানায় কর্মরত সাব ইন্সপেক্টর মাইরুলের ছেলে নিহত মাহিন (২২)।
জানা গেছে, মাইরুল জুম্মার নামাজ আদায় করতে গেলে তার পিস্তল নিয়ে ছেলে গুলিবিদ্ধ হয়।
শীলাব্রত জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের ছেলেকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।