স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন-জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম সেবাকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ বিপিএম সেবাকে পুলিশ সুপার গাজীপুর, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে পুলিশ সুপার খুলনা, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)কে পুলিশ সুপার চাঁদপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)কে পুলিশ সুপার মাদারীপুর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম সেবাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।