হাটহাজারী প্রতিনিধি:
তাবলীগ জামাতের তিন দিনব্যাপি ইজতেমার ‘জোড়’ বৈঠক শুরু হয়েছে হাটহাজারীতে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় আজ শুক্রবার (৬ ডিসেম্বর) শুরু হওয়া এই জোড় ইজতেমা চলবে রবিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত। দেশের ১৫ জেলার তাবলীগ জামাতের প্রায় লক্ষাধিক লোক জোড় ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোড় ইজতেমার কার্যক্রম। পরে দুপুরে মুসল্লীরা একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।
এরই মধ্যে ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জোড় ইজতেমা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানিয়ে হাটহাজারী থানার ওসি মাসুদ আলম বলেন, ইজতেমা এলাকায় পুলিশের মোবাইল টিম, র্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। ইজতেমা উপলক্ষে পুলিশ ক্যাম্প, কন্ট্রোল রুম খোলা হয়েছে।