আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২ হাজার ইয়াবা পাচারের সময় একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালতাতলী উলফা বিবির জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহিম (৩৯) দক্ষিণ পরুয়াপাড়া এলাকার সাম মাঝির বাড়ীর মৃত শেয়ার আলীর ছেলে।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম একাত্তর বাংলা নিউজকে বলেন, গ্রেপ্তার রহিম একজন প্রবাসী। জব্দকৃত ইয়াবাগুলোর মালিক হলেন তালিকাভুক্ত ইয়াবা কারবারি আজগর আলী মাঝি। কম সময়ে বেশি টাকা আয়ের লোভে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন রহিম।
এ প্রসঙ্গে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহিমকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, চিহ্নিত মাদক কারবারি আজগর আলী মাঝির ইয়াবাগুলো সে বিভিন্ন স্থানে সরবরাহ করে। রহিমকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।