মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম, এ মোতালেব সিআইপি।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২ টায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে তিনি সেখানে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।
এ সময় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, পৌর মেয়র মো: জোবায়ের এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, তাতীলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।