কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়ায় বৃদ্ধ নুরুল আলমকে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ফারুক, কায়ছার ও ইকবাল নামের তিনজন যুবককে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান।
ওসি বলেন, আটকরা এন্ট্রি হওয়া মামলার এজাহার নামীয় আসামী না হলেও তাদের একজনকে বাদী সনাক্ত করেছেন, অপর দু’জনকে নির্যাতনকালীন সময়ে ধারণকৃত ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বৃদ্ধ নুরুল আলমকে প্রকাশ্যে বিবস্ত্র ও শারীরিক নির্যাতনে ঘটনায় বৃদ্ধের ছেলে আশরাফ হোছাইন বাদী হয়ে ইউপির মহিলা সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসমীরা হলেন- ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আরেজ খাতুন ও বহু মামলার আসামী সন্ত্রাসী মৃত মনির উল্লাহ ছেলে আনছুর আলম (৩৭) ও বদিউল আলম (৫৫), বদিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৮), আবদুল জাব্বারের ছেলে রিয়াজ উদ্দিন (৩২), জয়নাল আবেদিন (৩০) এবং মনজুর আলমের ছেলে মো. রুবেল (২৮) ও মহিলা সদস্যের স্বামী মো. শাহলম (৫২)।