স্টাফ রিপোর্টারঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩ জুন) দুপুর ১ টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃতের আত্মীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্টে তার ফল পজেটিভ আসে। সে সময় তাঁর রক্তের হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে ৪ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়। অবশেষ চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
ডা. এহসানুল করিম বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালের প্রাক্তন সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) নবম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুকালে তিনি তাঁর একমাত্র ২ বছরের মেয়ে এবং পরিবারকে রেখে গেছেন।