এম.এইচ মুরাদঃ
এখন থেকে করোনার উপসর্গ নিয়ে বা যেকোন রোগের চিকিৎসা নিতে আসা কোন রোগীকে বিনা চিকিৎসায় ফেরাবে না বেসরকারি হাসপাতালগুলো। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি হাসপাতালগুলো।
মঙ্গলবার (২৬ মে) রাতে প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, এর আগে তো করোনা সাসপেক্টেড হলে ভর্তি নেওয়া হতো না। এখন থেকে অবশ্যই অবশ্যই ভর্তি নিতে হবে, সাসপেক্টেড কেস হলে আলাদা করে রাখবে। তার ওপর এখন সরকার থেকে নতুন নির্দেশনা এসেছে পজিটিভ হলেও ওখানে রেখে চিকিৎসা দিতে হবে।
তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাধীনদের কারও মধ্যে করোনা পাওয়া গেলে লকডাউন করা হতো। এখন আমরা বলেছি যে লকডাউন করা যাবে না, ডাক্তারদের কোয়ারেন্টাইনে নেওয়া যাবে না। এভাবে হলে তো হাসপাতাল শূন্য হয়ে যাবে। তখন হাসপাতালগুলো চালানো কঠিন হয়ে পড়বে।