স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রাউজান উপজেলার চেয়ারম্যান এ কে এম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল। গত ২৮ এপ্রিল রাউজানে এ ঘোষণা দিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য উপজেলা ও নগরীর বিভিন্ন প্রান্তে ছুটে চললেও এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাউজান থেকে পরপর দুইবার নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম তথা দেশে এই প্রথম কোনও উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত হলেন। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতির দায়িত্বে আছেন।