এম.এইচ মুরাদঃ
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার ব্রিজঘাটের একটি ডোবা থেকে মাসুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৬ মে) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৫ মে শুক্রবার মাসুদ নিঁখোজ হয়। মাসুদ ফিরিঙ্গিবাজারের হাজি কলোনীর আবু তাহেরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চন্দনপুরার ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে ডুবুরির সাহায্যে মাসুদকে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন বলেন, ফায়ার সার্ভিস মাসুদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্থান্তর করেছে। এখন মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর দাফনের জন্য মরদেহটি স্বজনদের মধ্যে হস্থান্তর করা হবে।