এম.এইচ মুরাদঃ
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ বটতল খলিল তালুকদারের বাড়িতে পারিবারিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আলী মদন (৬০) ও তার ছেলে নাছের (৩৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত নাছের চমেক হাসপাতালে রাত পৌনে ১টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান তার প্রতিবেশি উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিউল আলম তালুকদার।
অপরদিকে প্রতিপক্ষ প্রবাসী শওকতও আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আবু জাহেদ।
আহত আলী মদনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত নাছেরের ছোট ভাই মো.জয়নাল বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার বড় ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বোয়ালখালী থানার পুলিশের সেকেন্ড অফিসার এসআই তাজউদ্দিন মুক্তিযোদ্ধা আলী মদন ও তার ছেলে নাছের গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।