বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের অনুমতি থাকলেও খুলশি কনকর্ড টাউন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত


প্রকাশের সময় :৭ মে, ২০২০ ৪:২০ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

সরকারের অনুমতি থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামের অভিজাত খুলশি কনকর্ড টাউন সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত খুলশী টাউন সেন্টার শপিংমল ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ। সভায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইমরান আহাম্মেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মার্কেট ও শপিংমল খোলার জন্য সরকার অনুমতি দিলেও সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে করোনার সংক্রণ রোধ করতে চট্টগ্রামের অভিজাত খুলশি টাউন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :