এম.এইচ মুরাদঃ
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা এখন ছয় হাজার ছুঁই ছুঁই।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন।
সোমবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।