এম.এইচ মুরাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট চাঁদপুরের কৃতী সন্তান জিয়াউল আহছান। তিনি চাঁদপুরের ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট এ এফ এম ফজলুল হকের পঞ্চম পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউল আহছানের ভাই সুফিয়ান আহসান।
তিনি একাত্তর বাংলা নিউজকে জানান, জিয়াউল আাহছান করোনায় আক্রান্ত হয়ে ২ এপ্রিল থেকে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর।
জিয়াউল আহসান চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র ছিলেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন। নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাসকরা অবস্থায় সরকারি চাকরিতে যোগদান করেন।