মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খোকা নামের সেই শিশুটি


প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২০ ৫:৫৪ : অপরাহ্ণ

আবু সাইদ:

একটি শিশু জন্ম নিয়েই

হাতে নিলো মশাল ও,

ফুটফুটে তার বদনখানি

বাক্যগুলো রসালো।

এই শিশুটির মুখে ফোটে

যতগুলো উক্তি,

সবই যেন বন্দিশালার

বন্দিগণের মুক্তি।

 
ভীষণ তেজি এই শিশুটির

জন্ম যদি না হতো,

জনম দুঃখী মায়ের চোখে

না শুকানো ঘা হতো।

এই শিশুটি খুবই জেদি

কথায় নড়েচড়ে না,

দাবি আদায় না হলে সে

একটুখানি সরে না।

খোকা নামের এই শিশুটি

বড় হয়ে শেষে,

ফুল ফোটালো লাল সবুজের

সোনার বাংলাদেশে।

ট্যাগ :