স্টাফ রিপোর্টার:
উঠোনে চলছে বাবার ৪০ দিনের জেয়াফতের আয়োজন। জেয়াফতে আসা এক আত্মীয়কে সঙ্গে নিয়ে খেলছিল ৮ বছর বয়সী তুমুর। খেলার সময়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে তুমুরসহ ওই বান্ধবীর। মুহুর্তেই শোকের অনুষ্ঠান আরও শোকাবহ হয়ে উঠে।
ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়িতে। উপজেলার বখতপুর ইউনিয়নের হীরাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই বাড়ির মৃত আজমের মেয়ে তুমুর ও জাহানপুর আব্দুর রশিদ সারাং বাড়ির মোহাম্মদ নাছিরের মেয়ে ওয়াজিহা।
স্থানীয় বাসিন্দা মীর মোরশেদ বলেন, আজমের ৪০ দিনের জেয়াফত ছিল আজ। জেয়াফতে আসা এক আত্মীয়ের মেয়ের সঙ্গে খেলছিল তুমুর। খেলার কোন এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।