বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর মহাখালী খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট


প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৩ ১১:৫৯ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চার ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণকাজে যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তারএ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

রোজিনা আক্তার জানান, মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চার ইউনিট সেখানে যায়।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্যাগ :