স্টাফ রিপোর্টার:
অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে খুলনার বহুল প্রতীক্ষিত সুপেয় পানি সরবরাহ প্রকল্প। এরই মধ্যে মধুমতি নদী থেকে ৩৩ কিলোমিটার পাইপলাইনে পানি আনা হয়েছে রূপসায় নির্মিত ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’।
আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার রূপসায় নির্মিত বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি পানি পরিশোধন কার্যক্রমের উদ্বোধনও ঘোষণা করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত থাকবেন।