বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার চরফ্যাশনে ট্রলারডুবিতে জেলের মৃত্যু


প্রকাশের সময় :১৬ মে, ২০২৩ ৬:২৫ : অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি:

ভোলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় মোশারেফ হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন এলাকার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা ২৭ জেলের মধ্যে অপর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত মোশাররফ হোসেন মশু উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্য ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরবর্তী মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে নদীতে পড়ে যান। কিন্তু নিহত মোশাররফ হোসেন (৫৫) ট্রলারের কেবিনে থাকায় বের হতে পারেনি। এসময় পাশে থাকা একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন তাদের উদ্ধার করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

ট্যাগ :