স্টাফ রিপোর্টার:
‘কোনো শিক্ষক সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে’ বলে একটি কথা কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরছে। যা সত্য নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আজ সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য জানান।
মাহবুবুর রহমান বলেন, ‘কোনো শিক্ষক সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে বলে একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটি সত্য নয়। মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি গুজব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে।’