স্টাফ রিপোর্টারঃ
২২ তম জাতীয় সম্মেলনের আগে শেষবারের মতো দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন দলীয় প্রধান শেখ হাসিনা।
ইতোমধ্যেই কার্যনির্বাহী সংসদের সদস্যরা সভায় অংশ নিতে গণভবনে প্রবেশ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় আগামী জাতীয় সম্মেলন প্রস্তুতির অগ্রগতি নিয়ে সার্বিক পর্যালোচনা করা হবে।