স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকার বাওয়া স্কুল সংলগ্ন নির্মাণাধীন একটি বহুতল ভবন ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলছে। মেরিডিয়ান গ্রুপের ওই ভবনে আগন লাগার পর এর তীব্রতা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে ৷ খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়কটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
রোববার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার নির্মাণাধীন এ ভবনে আগুন লাগে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌণে চারটা) ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুণ নিয়ন্ত্রণ করতে পারেননি।
এদিকে আগুন লাগার খবরের ভবনের আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকার বহু অফিস ভবন থেকে বেরিয়ে মানুষ তড়িঘড়ি করে রাস্তায় নেমে আসে।
আগুন লাগার খবর পেয়েছে বেশ কয়েকটি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছেন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।