মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
চট্টগ্রামের সাতকানিয়ায় সবুজ বাংলা মডেল স্কুল এন্ড কলেজে ২০১৯ প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ১১ জন এ প্লাস (A+) সহ শতভাগ পাশ করার গৌরভ অর্জন করেছে।
সাতকানিয়ার প্রান কেন্দ্র ২ নং ওয়ার্ড পৌরসভায় অবস্থিত সবুজ বাংলা মডেল স্কুল এন্ড কলেজ এর আগেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছিল।
সবুজ বাংলা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ মাহাফুজুর রহমানের সাথে কথা বলে জানা যায়, বরাবরের মতো এবারেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় সর্বমোট ২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে তার মধ্যে ১১ জন এ প্লাস (A+), ১৬ জন এ (A), ২ জন এ মাইনাস (A-) গ্রেড নিয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করে।