আন্তর্জাতিক ডেস্কঃ
কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের খাদ্যসামগ্রী রফতানির চুক্তির কয়েক ঘণ্টার মাথায় ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। শনিবারের এ ঘটনায় রুশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে আঙ্কারা। তবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন, রুশ কর্মকর্তারা তাদের বলেছেন, ইউক্রেনের বন্দরে হামলার ঘটনায় তাদের ‘কিছু করার নেই।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাশিয়ানরা আমাদের বলেছে, এই হামলার ঘটনায় তাদের কিছু করার নেই এবং তারা বিষয়টি খুব নিবিড় ও বিশদভাবে পরীক্ষা করছে।’
হুলুসি আকর বলেন, ‘আমরা যে চুক্তিটি সম্পাদন করেছি তার ঠিক পরেই এমন একটি ঘটনা ঘটেছে। এটা সত্যিই আমাদের জন্য উদ্বেগজনক।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে শস্যচুক্তি বাস্তবায়ন না করার উপায় খুঁজছে রাশিয়া। টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘এই ঘটনা শুধু একটি জিনিসই প্রমাণ করে। সেটি হচ্ছে, রাশিয়া মুখে যাই বলুক এবং প্রতিশ্রুতি দিক না কেন, প্রকৃতপক্ষে তারা সেটি বাস্তবায়ন না করার উপায় খুঁজে বের করবে।’
ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ অবশ্য জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও বন্দরটি থেকে শস্য রফতানির প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের বন্দর থেকে কৃষিপণ্য রফতানি শুরুর জন্য প্রযুক্তিগত প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’