বাংলাদেশ, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু


প্রকাশের সময় :১ জুন, ২০২২ ৭:৪৭ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পতেঙ্গায় দ্রুত গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) দুপুর তিনটার সময় খেঁজুর তলা মুসলিমাবাদ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা থানার সাব ইন্সপেক্টর মো. কাদির।

নিহত কাজী আহম্মেদ আল ইসতিয়াক (২০) ফেনীর ফুলগাজী থানার দক্ষিণ করইয়ার মুন্সির হাট এলাকার কাজী মিজানুর রহমানের ছেলে ও মো. সোলাইমান গনি (২৮) লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ সিন্ধুর্ণা এলাকার জলিম উদ্দিমের ছেলে।

তিনি জানান, নিহত দুইজন দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :