বাংলাদেশ, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিজেকে মজনু বলে দাবি পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের


প্রকাশের সময় :২৯ মে, ২০২২ ৭:৩৭ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

আদালতে নিজেকে মজনু বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

শনিবার (২৮ মে) দুর্নীতি এবং অর্থ পাচারের মামলায় আদালতে শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

শাহবাজের বিরুদ্ধে ১৬ বিলিয়ন পাকিস্তানি রুপি পাচারের অভিযোগে মামলা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিশেষ আদালতে হাজির হয়ে তিনি বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি কোনো বেতন নেননি। এসময় নিজের কর্মের জন্য নিজেকে মজনু বলে মন্তব্য করেন শাহবাজ।

শাহবাজ বলেন, ‘আল্লাহ আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি একজন মজনু এবং আমি আমার আইনগত অধিকার, আমার বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণ করিনি।’

শাহবাজ এবং তার ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থপাচারের বেশ কয়েকটি ধারায় মামলা চলমান। ২০২০ সালের নভেম্বেরে এসব অভিযোগ করা হয়।

তদন্ত সংস্থা এফআইএ ২৮টি বেনামি অ্যাকাউন্টের সন্ধান পায়। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে একটি অ্যাকাউন্টে ১৪ বিলিয়ন রুপি পাচার করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শাহবাজ পরিবার।

ট্যাগ :