স্টাফ রিপোর্টারঃ
পবিত্র হজের উভয় প্যাকেজে নতুন করে খরচ বাড়ল ৫৯ হাজার টাকা। প্রথম প্যাকেজে জনপ্রতি খরচ বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়াল পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এজন্য তপশিলি ব্যাংক খোলা শুক্র ও শনিবার খোলা থাকবে।
সৌদি আরবের সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এ খরচ বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এতে আরও জানানো হয়—বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে। তাই, সর্বোচ্চ খরচের নির্দিষ্ট হিসাব নেই।
বেসরকারি খরচও বেড়েছে ৫৯ হাজার টাকা। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজে বাড়ল পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।